www.eofficebd.com এই ঠিকানায় প্রবেশ করে Online Solution Click করুন। একটা Drop Down Menu আসবে, E-Tax Return এ Click করুন। এরপর User Login Area এর উপরে Instant TAX Return Preparation এ click করুন। যাদের করযোগ্য আয় ৫,০০,০০০/- টাকা অতিক্রম করেনি, তাদের জন্য NBR এক পাতার নতুন ট্যাক্স রিটার্ন ফরম IT-GHA2020 প্রবর্তন করেছে। তারা বাম পাশের মেন্যু থেকে Return of Income Input –Total Income Not Exceeding Tk.5,00,000/- এ click করে ফরমটি পুরন করুন। তারপর Print Preview Click করুন। দেখুন, মুহূর্তের মধ্যে সহজেই কারও সাহায্য ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে আয়কর রিটার্ন প্রস্তুত হয়ে গেছে। তারপর প্রিন্ট করে নিজে নিজেই জমা দিন। যাদের করযোগ্য আয় ৫,০০,০০০/-টাকা অতিক্রম করেছে, তারা বাম পাশের মেন্যু থেকে Return of Income Input এ click করুন। নিচের ফরমগুলো PART 1, PART 2, PART 3 পর্যায়ক্রমে পুরন করুন এবং প্রিন্ট করুন। সমস্ত Calculation স্বয়ংক্রিয় ভাবে হবে। PART 1 - Basic Information PART 2 - Particulars of Income & Tax PART 3 - Enclosures (List of documents attached with Tax Return) PART 4 - ACKNOWLEDGEMENT RECEIPT OF RETURN OF INCOME এখানে উল্লেখ্য যে, Return Form প্রিন্ট করার পর PART 1, PART 2, PART 3 & ACKNOWLEDGEMENT RECEIPT OF RETURN OF INCOME ক্রমানুসারে সাজান এবং যথাস্থানে ছবি ও স্বাক্ষর দিন। কোনও ঘরে টাকার পরিমান না থাকলে 0 (Zero) দিয়ে পুরন করুন। ফরম পুরন করার সময় যদি অসাবধানতা বসত কোন ভুল তথ্য দিয়ে থাকেন তবে Browser এর Back button ক্লিক করে সঠিক তথ্য দিয়ে ফরম পুরন করুন। বাম পাশের Menu থেকে Schedule Data Input এ Click করুন। নিচের যে সকল ফরম আপনার জন্য প্রযোজ্য সিলেক্ট করে পুরন করুন এবং প্রিন্ট করুন। সমস্ত Calculation স্বয়ংক্রিয় ভাবে হবে। Tax Return Form পুরন করার সুবিধার্থে, নিম্নোক্ত যে সকল ফরম (Schedule) আপনার জন্য প্রযোজ্য সেটি আগে পুরন করুন। সেক্ষেত্রে আপনার Main Tax Return Form পুরন করা সহজ হবে। SCHEDULE 24A- Particulars of income from Salaries (For General) SCHEDULE 24A- Particulars of income from Salaries (For Govt. Staff) SCHEDULE 24B- Particulars of income from House Property SCHEDULE 24C- Summery of income from business or profession SCHEDULE 24D- Particulars of Tax credit/rebate SCHEDULE 25- Statement of Assets (IT-10B2016 Enclosures) IT-10B2016- Statement of Assets, Liabilities and Expenses IT-10BB2016- Statement of expense relating to lifestyle IT-10B2016- Statement of Assets, Liabilities and Expenses এর Cash in Hand (Form serial no.- 13A- Notes & Currencies) টাকার পরিমান 0 (Zero) দিয়ে অবশিষ্ট ফরম এর (আপনার জন্য যেটি প্রযোজ্য) Closing Balance এর Figure দিয়ে ফরম পুরন করুন এবং Print Preview করুন। যে Difference (Form serial no. 22) আসবে সেটি Note করুন, তারপর Browser এর Back button গিয়ে Cash in Hand(Form serial no.- 13A- Notes & Currencies) সেই Difference কৃত টাকার পরিমান লিখে বা input দিয়ে Print Preview করুন। দেখবেন মিলে গেছে অর্থাৎ Difference নেই। আপনার কোন তথ্যই অন্য কোথাও জমা বা Submit হবে না। শুধুমাত্র ট্যাক্স রিটার্ন ফরম টি Manually হাতে না লিখে Online এ পুরনে সহায়তা করা হচ্ছে যাতে আপনি ট্যাক্স রিটার্ন পুরনের পর প্রিন্ট করে নিজে নিজেই জমা দিতে পারেন। জমা দেয়ার পূর্বে অবশ্যই নিজ দায়িত্তে Tax Return টি Check করে নিবেন, কোনও ভুলভ্রান্তি হলে E-OfficeBD দায়ী থাকবে না। নিজে ট্যাক্স রিটার্ন পুরনের সুবিধা নিন এবং অন্যকে এই সুবিধা নিতে তথ্য দিয়ে সহায়তা করুন।